নেপালে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। চতুর্থবার ফাইনালে উঠল লাল-সবুজের দল। জয়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন মারুফুল হক। বর্তমান প্রজন্মের চাওয়া নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ।
ভারতকে হারানো নিয়ে মারুফুল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, আমাদের জেন জি বা জেনারেশন জেড-এর সবাই আশা করছিল আমরা ভারতকে হারাব। আমার মনে হয়েছে তারা খুশি হয়েছে এবং অনেক খুশি হয়েছে।’
‘আসর শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল এখানে ফাইনাল খেলা। যদিও আমরা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচটি হেরে গিয়েছিলাম। যেহেতু আমাদের প্রতিপক্ষ ভারত ছিল, খেলোয়াড়দের মনোভাব ছিল ভালো করার এবং সেখান থেকেই তারা ভালো পারফর্ম করেছে।’
চোট পাওয়া গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ সম্পর্কে তিনি জানালেন, ‘শ্রাবণের সঙ্গে আমাদের ম্যানেজার রাকিব ভাই আছেন। একটি ভালো হাসপাতালে আছেন এবং একটি ইনজেকশন দেয়া হয়েছে। এখন এমআরআই এবং এক্স রে’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। যতটুকু আমার কাছে তথ্য আছে, তেমন গুরুতর কিছু নেই।’
নেপালের দশরথ স্টেডিয়ামে সেমিতে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় ছিল। টাইব্রেকে ৪-৩ ব্যবধানে ফল আসে। টাইব্রেকারে নায়ক হয়েছেন বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। দুটি শট ঠেকিয়েছেন তিনি।









