ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের হুয়া ম্যাক ইনডোর স্টেডিয়ামে রাহবার ওয়াহেদ খানের দল হেরেছে ৬-১ গোলে। বাংলাদেশের একমাত্র গোলটি করেন কাজী ইব্রাহিম আহমেদ। কোচ সাঈদ খোদারাহমি শিষ্যরা পরের ম্যাচে নামবে ১৮ জানুয়ারি, ভুটানের বিপক্ষে।
প্রথম গোল করে মালদ্বীপ, প্রথম মিনিটেই তাদের অধিনায়ক মো. ইমরান গোল করেন। নেমেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাহবার খানের দারুণ এক প্রচেষ্টা বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
অষ্টম মিনিটে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকের একটি চেষ্টায় গোল আনেন মালদ্বীপের ঈশান ইব্রাহিম। পরের মিনিটে আহমেদ রাহিল রশিদ বাংলাদেশের জালে আবারও বল জড়ান। ১০ মিনিটে বাংলাদেশের দুটি আক্রমণ রুখে দেন মালদ্বীপ গোলকিপার।
পনেরো মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন বাংলাদেশের ইনতিসার চৌধুরী। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় তাকে। পেনাল্টি থেকে গোল করে ৪-০তে এগিয়ে যায় মালদ্বীপ।
কাজী ইব্রাহিম আহমেদ বাংলাদেশকে প্রথমবার গোল এনে দেন ২০ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে প্রথম গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলমুখে বেশি সুবিধা করতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশও ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশ বেশকিছু ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি খোদারাহমির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরও একটি গোল করেন মালদ্বীপ অধিনায়ক মো. ইমরান। একদম শেষ মিনিটে আরও এক গোল হজম করে বসে বাংলাদেশ, ব্যবধান হয় ৬-১। অর্ধডজন গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ।









