ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভোরে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের বড়দের হারের সকালে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে নেমেছিল জুনিয়র টাইগ্রেস দল। ১০ উইকেটে জিতে যেন বড়দের বার্তাই দিলেন সুমাইয়া আক্তারা। বিশ্বকাপে সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও সুপার সিক্স পর্বে জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরছে জুনিয়র টিম টাইগ্রেস।
কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দাঁড়ায় ১৩ ওভারে। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বৃষ্টি এবং টস জয়ের পুরো সুফল আদায় করে নিতে পেরেছে লাল-সবুজের দলটি। উইন্ডিজ মেয়েদের ৫৪ রানে আটকে দিয়ে হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেটে তোলে ৫৪ রান। সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন অমরিতা রামতাহাল। নাইজান্নি কাম্বারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। দলটির আর কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।
দুর্দান্ত বল করেছেন নিশিতা আক্তার নিশি, ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আনিসা আক্তার সোবা ১৩ রান দিয়ে নিয়েছে ২ উইকেট এবং বাকি উইকেটটি নিয়েছেন জান্নাতুল মাওয়া।
জবাবে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুরাইরিয়া ফেরদৌস আর কোনো ব্যাটারকে নামতে দেননি। জুরাইরিয়ার ২৫ এবং ছোঁয়ার অপরাজিত ১৪ রানে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে ফেলে বাংলাদেশ। সুপার সিক্স পর্বে এই জয়ের সঙ্গে গ্রুপপর্বে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শেষ করল টাইগ্রেস দলটি।









