প্রথমবার মেয়েদের এএফসি এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়াতে বসবে আসর। যা সামনে রেখে প্রস্তুতির জন্য ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলতে নামছে লাল-সবুজের জাতীয় দল।
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় আসরটি। সব খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। অংশ নেবে স্বাগতিক বাংলাদশ, মালয়েশিয়া এবং আজারবাইজান।
২৬ নভেম্বর থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে।
ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ইনফিনিক্সের সাথে বাফুফের চুক্তি স্বাক্ষর হয়েছে এবং লোগো উন্মোচিত করা হয়েছে রোববার। একই সাথে ‘এএফসি ওমেন্স এশিয়ান কাপ ২০২৬’র চূড়ান্তপর্বে খেলার জন্য ‘ভিশন অস্ট্রেলিয়া’র লোগোও উন্মোচন করা হয়েছে।
মেয়েদের ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ২৪ নভেম্বর সকার ১১.২০ মিনিটে ঢাকায় আসবে মালয়েশিয়া দল। ২৫ নভেম্বর সকাল ৭.১০ মিনিটে বাংলাদেশে পা রাখবে আজারবাইজন নারী দল।








