বিশ্বকাপে বাংলাদেশ দলের মতো লিটন দাসের পারফরম্যান্সেও ভাটার টান। দু-একটি মাঝারি ইনিংস ছাড়া উল্লেখযোগ্য রান পাননি দেশের অন্যতম সেরা ওপেনার। এরমাঝেই কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হারের পর হঠাৎ দেশে এসেছেন তিনি। কারণটা ব্যক্তিগত, জরুরি পারিবারিক কারণে দেশে এসেছেন ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার।
সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের আগেই দিল্লিতে দলের অনুশীলনে যোগ দেবেন লিটন।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ৭ ম্যাচে লিটনের পারফরম্যান্স বলার মতো শুধু ইংল্যান্ডের বিপক্ষে ৭৬, ভারতের বিপক্ষে ৬৬ এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান। অন্য ম্যাচগুলোতে বাংলাদেশের ওপেনিং জুটির বিবর্ণ অবস্থার মতো ধূসর ছিলেন লিটনও।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টিম টাইগার্স। আসরে সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়ে গেলেও সবমিলিয়ে এপর্যন্ত মাত্র একটিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। সেমি থেকে সরে অধিনায়ক সাকিব ছয়-সাতে থাকার কথা জানান, সেটিও সম্ভব হবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ১০ দলের আসরে বাংলাদেশের অবস্থান এখন নয়ে। ঝুঁকিতে পড়ে গেছে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে খেলার সম্ভাবনাও।
আগামী ৬ নভেম্বর সোমবার নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে।







