২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মেয়েদের এএফসি এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এ ড্র’তে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সময় তিনটায় অস্ট্রেলিয়ার সিডনিতে হওয়া ড্র শেষে এ তথ্য জানা গেছে।
১২ দলের এ আসরে তিন গ্রুপে ভাগ হয়ে খেলা হবে। প্রতিটি গ্রুপে চার দল করে অংশগ্রহণ করবে। বাংলাদেশের গ্রুপের অন্য প্রতিপক্ষরা হল ডেমোক্রেটিক রিপাবলিকি কোরিয়া, চীন এবং উজবেকিস্তান।
মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে থাকা দেশগুলোর মধ্যে ফিফার র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ডিপিআর কোরিয়া, তাদের অবস্থান ৯ এ।
এছাড়া চীন ১৭তে এবং উজবেকিস্তানের অবস্থান ৫১তে। বাংলাদেশের র্যাঙ্কিং সবার চেয়ে নিচে, তাদের অবস্থান ১২৮ এ। এশিয়ান কাপের সেরা ছয়ে থাকা ছয়টি দল ২০২৭ সালে ব্রাজিলে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের মূলপর্বে খেলবে।









