বাংলাদেশে গড়াল কাবাডির বিশ্বকাপেরে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন স্মৃতি আক্তার। জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তার ভালো লাগার কথা।
ম্যাচের পর স্মৃতি আক্তার বলেন, ‘শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু আমরা কখনোই উগান্ডার বিপক্ষে খেলিনি, এই প্রথমবার খেলছি। বুঝতে একটু সময় লেগেছে, এর জন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’
‘আমাদের প্রতি কোচের নির্দেশনা ছিল যে, তোমরা দেখো আগে। যেহেতু এই প্রথমবার এই দেশটা খেলছে, তোমরা আগে ওদের খেলা একটু দেখো। দেখার পরে তোমরা সিদ্ধান্ত নাও।’
ম্যাচসেরা হওয়ার অনুভূতি নিয়ে স্মৃতি বলেন, ‘অনেক ভালো লাগছে, মানে বলার বাইরে… কতটুকু ভালো লাগছে। জয় পেয়েছি। পরবর্তীতে চেষ্টা থাকবে… প্রথম ম্যাচে যেহেতু জিতেছি, পরেরগুলোও ইনশাআল্লাহ জিতবো। এটা আমার প্রথম বিশ্বকাপ। খেলে অনেক আনন্দ লাগছে, দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।’
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২৮ পয়েন্ট তুলে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টের ব্যবধানে। আগামীকাল জার্মানির বিপক্ষে নামবে বাংলাদেশ।









