বাংলাদেশে চলছে মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। পুল ‘এ’তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গ্রুপে খেলছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ খেলে দুই জয়ে টেবিলে সুবিধাজনক অবস্থায় আছে রূপালি আক্তারের দল। কাল থাইল্যান্ডকে হারাতে পারলে নিশ্চিত হবে সেমিফাইনাল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ১০টায় সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ ও থাইল্যান্ড মুখোমুখি হবে। সেমিফাইনালে যেতে পারলে কাবাডি বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের পকেটে ঢুকবে একটি পদক।
দ্বিতীয় কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কোচ মালেকা পারভীনের শিষ্যরা ইউরোপের দেশ জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছিল। তবে তৃতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছিল স্মৃতি আক্তাররা।
ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল থাইল্যান্ড। পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে যারা আজ হারিয়েছে জার্মানিকে। নিজেদের দ্বিতীয় ম্যাচ উগান্ডাকে হারিয়ে প্রথম জয় তুলেছিল দলটি। জার্মানিকে ৫১-২৬ পয়েন্টে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল তারা।









