মেয়েদের কাবাডি বিশ্বকাপের তৃতীয় দিনে জয় পেয়েছে শক্তিশালী ইরান, ভারত, থাইল্যান্ড ও চাইনীজ তাইপে। দিনের প্রথম ম্যাচে ইরান হারিয়েছে জাঞ্জিবারকে। উগান্ডাকে হারিয়ে প্রথম জয় তুলেছে থাইল্যান্ড। ভারতের কাছে প্রথম হার দেখেছে বাংলাদেশ এবং একই দিনে দুই ম্যাচ খেলে দুই জয়ের পর প্রথম হেরেছে নেপাল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে পাতা দেয়নি ইরান। বর্তমান রানার্সআপরা জাঞ্জিবারকে হারিয়েছে ৫১-১৫ পয়েন্টের ব্যবধানে। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।
তৃতীয় ম্যাচে স্বাগতিক ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা—৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।
কাবাডি বিশ্বকাপের আসরে বুধবার একই দিনে দুটি ম্যাচ খেলতে হয়েছে নেপালকে। প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৬৩-২৫ পয়েন্টে হারিয়ে নেপালিরা সুবিধা করতে পারেনি চাইনীজ তাইপের কাছে। দলটি হেরেছে ৩১-১৫ পয়েন্টে।









