কাবাডি বিশ্বকাপের প্রথম আসার ছিল ভারতে। দ্বিতীয় আসর হচ্ছে বাংলাদেশে। সোমবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম, সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। উদ্বোধন অনুষ্ঠানের পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১ দেশ। বাংলাদেশের গ্রুপে আছে ২০১২ প্রথম আসরের সেরা ভারত। চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার আসরে খেলবে।

পুল ‘এ’তে আছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানি। পুল ‘বি’তে খেলবে গতবারের রানার্সআপ ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার।









