ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের লড়াইয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল।
ওয়ার্নার পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রানের লড়াকু পূঁজি সংগ্রহ করে লাল-সবুজের দল। জবাবে ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে হেইলি ম্যাথুজের দল।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন জ্যোতি। ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। স্ট্রাইকরেট ১৩৩-এর বেশি। শারমিন আক্তার সুপ্তার ৪১ বলে ৩৭ রানের ইনিংস বাংলাদেশকে লড়াকু সংগ্রহ দিতে সাহায্য করে।
জবাবে উইন্ডিজ অধিনায়ক ও ওপেনার ম্যাথুজ অপরাজিত থাকেন ৬০ রানে। দিয়ান্দ্রা ডটিনও ফিফটি করেন, অপরাজিত থাকেন ৫১ রানে। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ২১ বলে ২৯ রান করেন। বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ২টি উইকেট নেন।









