২০২৪ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭ তম। সূচকে বাংলাদেশ নর্থ কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে। এই তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।
গত মঙ্গলবার ৯ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে। যেখানে ২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে
একধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান।
কোন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করতে পারে তার ওপর ভিত্তি করে সূচকে অবস্থান নির্ধারণ করা হয়েছে। নতুন এই সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে প্রথম স্থানে থাকা দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪ টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাদের অবস্থান ৫৮ তম। ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পাসপোর্ট যথাক্রমে ৮০ , ৮৭ এবং ৯৬ তম স্থানে রয়েছে। নেপালের অবস্থান ৯৮ এবং পাকিস্তান আছে ১০১ তম স্থানে।
এইচঅ্যান্ডপি’র চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেছেন, এই মান বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে গতিশীলতার ব্যবধানকে তুলে ধরে। গত দুই দশকে ভ্রমণের স্বাধীনতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, সূচকের শীর্ষ এবং নীচের মধ্যে যে বৈষম্য তা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রকাশিত তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। সূচকে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও যুক্তরাজ্য যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে।








