প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে একটি পরিবার, পরিবারে মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে তবে একে কেউ ভাঙতে পারবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্মীয় পার্থক্য যতোই থাকুক না কেন, রাষ্ট্র কখনো কারো সঙ্গে বৈষম্য করতে পারে না। কারণ রাষ্ট্র একটি দায়িত্ববান প্রতিষ্ঠান।
প্রফেসর ইউনূস সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককেই নিজের অধিকার নিয়ে কথা বলতে হবে, যাতে রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করতে বাধ্য হয়।









