মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। গ্রুপপর্বের চতুর্থ ম্যাচে লড়ছে আয়ারল্যান্ডের বিপক্ষে। শারিমন আক্তার সুপ্তার ফিফটিতে আইরিশদের ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগ্রেস।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে লাল-সবুজের দল।
ওপেনিংয়ে নেমে দিলারা আক্তার ২৭ বলে ৩৫ এবং জুয়ারিয়া ফেরদৌস করেন ১০ বলে ১১ রান। শারমিন ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫২ রান করেন। জ্যোতি ১৩ এবং সোবহানা মোস্তারি ৩০ রান আনেন।
আইরিশদের হয়ে জেন ম্যাগুয়ার, আরলিন কেলি ২টি উইকেট নেন। আলানা ডালজেল, অরলা প্রেন্ডারগাস্ট এবং লারা ম্যাকব্রাইড একটি করে উইকেট নেন।









