মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপপর্বের সব ম্যাচ জিতে সুপার সিক্সে গেল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে টিম টাইগ্রেস। প্রথমদিকে আইরিশরা ভালো শুরু করলেও স্বর্ণা আক্তার-রাবেয়া খানদের নিয়িন্ত্রিত বোলিংয়ে জয়রে বন্দরে নোঙর করে লাল-সবুজের দল।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে পারে আয়ারল্যান্ড।
ওপেনিংয়ে নেমে দিলারা আক্তার ২৭ বলে ৩৫ এবং জুয়ারিয়া ফেরদৌস করেন ১০ বলে ১১ রান। শারমিন ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫২ রান করেন। জ্যোতি ১৩ এবং সোবহানা মোস্তারি ৩০ রান আনেন।
আইরিশদের হয়ে জেন ম্যাগুয়ার, আরলিন কেলি ২টি উইকেট নেন। আলানা ডালজেল, অরলা প্রেন্ডারগাস্ট এবং লারা ম্যাকব্রাইড একটি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার এবং গ্যাবি লুইস ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করেন। অ্যামি অপরাজিত ৩৫ রান করেন, গ্যাবি ৫৮ বলে ৭৩ রান করেন। অরলা ১২ এবং লরা ডেলনি ১৩ রান করেন।
টাইগ্রেসদের হয়ে স্বর্ণা ২টি এবং রাবেয়া ১টি উইকেট নেন।
‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। সমান ম্যাচ খেলে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সমীকরণে রানরেটে পিছিয়ে চারে পাপুয়া নিউগিনি। ৩ ম্যাচে কোন জয় না পাওয়া নামিবিয়ার অবস্থান তলানিতে। গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে।







