Site icon চ্যানেল আই অনলাইন

শক্তিশালী একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Advertisements

টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর এবার আইরিশদের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

বন্দরনগরী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি শুরু দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজে হারের পর টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নের পরিবর্তে আইরিশদের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।

টি-টুয়েন্টি সংস্করণে দল দুটির প্রথম দেখা হয়েছিল ২০০৯ বিশ্বকাপে। ইংল্যান্ডের নটিংহ্যামে, বাংলাদেশ হেরে যায় ৬ উইকেটে। পরে ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে যায় বাংলাদেশ। প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ (৩-০) করে টিম টাইগার্স।

২০১৬ বিশ্বকাপের পর টি-টুয়েন্টিতে ফের আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ভারতের ধর্মশালায় দুদলের সবশেষ ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Exit mobile version