আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ইনিংস পার করেছে বাংলাদেশ। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ছয়শোর কাছাকাছি সংগ্রহ গড়েছে। সফরকারীদের সামনে তিন শতাধিক রানের লিড দাঁড় করিয়ে বোলিংয়েও ভালো শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে আইরিশদের ৫ উইকেট তুলে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬ রানে থামে। জবাবে ১৪১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অ্যান্ড্রু ব্যালবির্নের দল।
২১৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে নামবে আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রিনে (৪) ও ম্যাথিউ হামফ্রেয়াস (০) রানে শুরু করবেন।
বৃহস্পতিবার ১ উইকেটে ৩৩৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই দুই উইকেট হারায়। প্রথমে মাহমুদুল ফিরে যান, মুমিনুলের সঙ্গে ১৭৩ রানের জুটি ভাঙে। ১৪ চার ও ৪ ছক্কায় ২৮৬ বলে ১৭১ রান করেন তিনি। ৫ রান যোগ করতে মুমিনুলও ফিরে যান। ৫ চার ও ২ ছক্কায় ১৩২ বলে ৮২ রান করে।
চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও শান্ত যোগ করেন ৭৯ রান। ৫২ বলে ২৩ রানে মুশফিক ফিরে গেলে জুটি ভাঙে। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে শান্ত যোগ করেন আরও ৯৮ রান। দলীয় ৫২৩ রানে জুটি ভাঙে। লিটন ফিরে যান ৮ চার ও এক ছক্কায় ৬৬ বলে ৬০ রান করে।
দলীয় ৫৪৫ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ১৪ চারে ১১৪ বলে ১০০ রান করে যান টাইগার অধিনায়ক। আরও দুই উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৭, হাসান মুরাদ ২৬ বলে ১৬ এবং ২৮ বলে ১৩ রান করেন হাসান মাহমুদ। এর আগে দ্বিতীয় দিনে ৯ চার ও এক ছক্কায় ১০৪ বলে ৮০ রান করে আউট হন সাদমান ইসলাম।
প্রথম ইনিংসে আইরিশদের হয়ে ৫ উইকেট নেন ম্যাথিউ হামফ্রেয়াস। ব্যারি ম্যাকার্থি ২টি এবং অ্যান্ডি ম্যাকব্রিনে নেন একটি উইকেট।
৩০১ রানের লিড দিয়ে আইরিশদের ব্যাটে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। ১৪ রানে প্রথম উইকেট তুলে নেয়। কেড কারমাইকেল ফেরেন ৫ রান করে। দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও হ্যারি টেক্টর যোগ করেন ৪৭ রান। ৭ চারে ৫৯ বলে ৪৩ রানে স্টার্লিং রানআউট হয়ে ফিরলে জুটি ভাঙে। ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। টেক্টর ফিরে যান ১৮ রান করে।
দলীয় ৮২ রানে কার্টিস ক্যাম্ফেরের উইকেট তুলে নেন হাসান মুরাদ। ক্যাম্ফের ৫ রান করে যান। ৩ রান যোগ করেই পঞ্চম উইকেট হারায় সফরকারী দল। ৯ রান করা লোরকান টাকারকে দ্বিতীয় শিকার বানান মুরাদ। পরে অ্যান্ডি ম্যাকব্রিনে ও ম্যাথিউ হামফ্রেয়াস দিনের খেলা শেষ করেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট। নাহিদ রানা ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে প্রথম ইনিংসে আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং। ৫৯ রান করেন কেড কারমাইকেল। কার্টিস ক্যাম্ফের ৪৪, লোরকান টাকার ৪১, ব্যারি ম্যাকার্থি ৩১ ও জর্ডান নেইল ৩০ রান করেছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন। হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। নাহিদ রানা নেন এক উইকেট।









