অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঘরে বসেই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট কিনতে পারবেন দর্শকরা।
আগে বেশকিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রয় করা হলেও গত কয়েকবছর ধরে সেটি বন্ধ ছিল। অবশেষে আয়ারল্যান্ড সিরিজ থেকে ডিজিটাল মাধ্যমে আগ্রহী দর্শকদের টিকিট কেনার পথ উন্মুক্ত হচ্ছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের সব টিকিট লাইনে দাঁড়িয়ে কিনতে হয়েছিল। ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে। বিসিবি নির্ধারিত বুথ ছাড়াও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রয় করবে।
জানা গেছে বিসিবির ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অস্থায়ী বুথেও কিছু টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে।
১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধাঘণ্টা দেরিতে হবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোজা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেয়া যায়, সে কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় শুরু করা হবে। তারপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও একটি টেস্ট রয়েছে।
ইংল্যান্ড সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজেরও টাইটেল স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক। পাওয়ার্ড বাই হিসেবে মিস্টার হোয়াইট ডিজারজেন্ট পাউডার ও সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন।








