দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আশা ছিল টি-টুয়েন্টিতেও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় পিছিয়ে পড়ে সিরিজ শুরু করতে হয়েছে লিটন দাসের দলকে। প্রথম ম্যাচে ৩৯ রানে হার দেখেছে বাংলাদেশ। পরে মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।
ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩* রান করা হৃদয় বলেছেন, ‘আমার কাছে ম্যাচ কঠিন মনে হয়নি। যদি আমাদের একটা বড় জুটি হতো, খেলাটা অন্যরকম হতো। কারণ দেখেন, আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি। আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম, তখনও যদি আমাদের একটা জুটি, ৭০-৮০ একটা জুটি হতো, হয়তো অন্যরকম একটা ম্যাচ হতে পারতো।’
‘বাংলাদেশের এখনকার উইকেট অবশ্যই অনেক ভালো। ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের এখানে দোষ দিয়ে লাভ নেই। নিজেরাই পরিকল্পনার ভালো বাস্তবায়ন করতে পারিনি। কিছু উইকেট তাড়াতাড়ি গেছে। আমরা খেলাটা ধরেছিলাম, আমি আর জাকের, সময়টা আমাদের উচিত ছিল আরেকটু খেলা, যতটুকু নিয়ে যাওয়া যায়।’
‘তখন হয়তবা আমাদের শেষ জুটি কাজ করতে পারতো। তাহলে রিশাদ-সাকিবের জন্য কাজটা করা সহজ হয়ে যেত। মনে হয়েছে যে, ওদের দুজনের (সাকিব-রিশাদ) সামর্থ্য আছে অবশ্যই ভালো ব্যাটিং করার। ওরা যদি আরেকটু পরে আসতো, আরও ধরেন চার-পাঁচ ওভার আছে এরকম সময় যদি আসতো, তখন খেলাটা অন্যরকম হতো।’
বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৩ রান করেন হৃদয়। ২০ এবং ১২ করেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম। বাংলাদেশের বাকি ব্যাটারদের কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি। ১৪২ রানে শেষ হয় ইনিংস, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হার দেখতে হয় ৩৯ রান।









