Site icon চ্যানেল আই অনলাইন

তামিম-শান্তদের আরেকটি সিরিজ জয়ের হাতছানি

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে তিনশ পেরোনো রানতাড়া করে দারুণ জয় তোলে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে রোববার বিকেলে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে তামিমের দল। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। সিরিজে ১-০তে এগিয়ে টিম টাইগার্স।

শুক্রবার চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েন সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের কাভার ড্রাইভে ক্যাচ নেয়ার সময় বাঁ-হাতের তর্জনীতে চোট পান টাইগারদের পোস্টার বয়।

আঙুলে চিড় ধরায় মাঠে ফিরতে অন্তত ৬ সপ্তাহ লাগবে সাকিবের। তিন সপ্তাহ পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তাকে পাওয়া নিয়ে থাকছে অনিশ্চয়তা।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার খেলা হলেও তৃতীয়টিতে নেই বৃষ্টির শঙ্কা। ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রৌদ্রোজ্জ্বল দিনই পাবে তামিম ইকবালের দল। তাই ব্যাট-বলের পূর্ণাঙ্গ লড়াইয়ে ফয়সালা হতে পারে সিরিজের।

Exit mobile version