দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর লাল-সবুজের দলের সবকিছু।
[vc_row][vc_column]
১০.২৫
৪৯.৪ ওভারে ২২৮ রানে থামে টিম টাইগার্স। জবাবে নেমে ২১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.২৩
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৬ উইকেটে জয়ী
টস: বাংলাদেশ
বাংলাদেশ: ২২৮/১০, ৪৯.৪ ওভার
তাওহীদ হৃদয়-১০০ (১১৮), জাকের আলি-৬৮ (১১৪)
মোহাম্মদ শামি- ৫/৫৩, হর্ষিত রানা- ৩/৩১
ভারত: ২৩১/৪, ৪৬.৩ ওভার
গিল-১০১* (১২৯), রোহিত-৪৭ (৩৬), রাহুল-৪১* (৪৭)
রিশাদ-২/৩৮, তাসকিন-১/৩৬
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.০৩
দলীয় ২০০ রান ভারতের
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাঝারি মানের লক্ষ্যে ব্যাট করছিল ভারত। ২২৮ রানের জয়ের লক্ষ্যে দলীয় দুইশত রান পূর্ণ হয়েছে ভারতের। ৪ উইকেট হারানো দলটির ব্যাট করছেন রাহুল ও গিল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪২
রাহুলের ক্যাচ নিতে পারেননি জাকের
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে এসে লোকেশ রাহুলের ক্যাচ ধরতে পারেননি জাকের আলী। তাসকিনের বলে ডিপ মিডে শট খেলেন রাহুল, সেখানে দাঁড়ানো জাকেরের হাতে সহজ ক্যাচটি গেলেও নিতে পারেননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪০
২৫ ওভারে ৬ বাউন্ডারি
পাওয়ার প্লের পর থেকে দারুণ বল করা শুরু করেছে বাংলাদেশ। শেষ ২৫ ওভারে মাত্র ছয়টি বাউন্ডারি হজম করেছে টাইগার পেসাররা। এর মধ্যে তিনটি উইকেটও তুলে নিয়েছে তারা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.১২
অক্ষরকে নিজের দ্বিতীয় শিকার বানালেন রিশাদ
৩১তম ওভারের প্রথম বলে রিশাদের ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছেন অক্ষর প্যাটেল। টপ এজ হয়ে বল উপরে উঠে যায়, রিশাদ নিজেই বল তালুবন্দি করেন। ১২ বলে ৮ রান করেন অক্ষর। ১৪৪ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
এর আগে বিরাট কোহলিকে ফিরিয়েছেন রিশাদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৫৮
শ্রেয়াসকে ফেরালেন মোস্তাফিজ
২৮তম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ওভারের চতুর্থ বলে শ্রেয়াস আইয়ারকে ফেরান। টাইগার পেসারের অফকাটারে উড়িয়ে মারেন শ্রেয়াস। মিড-অফে ধরা পড়েন শান্তর হাতে। ১৭ বলে ১৫ রান করেন।
১৩৩ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৫১
গিলের ফিফটি
ফিফটির দেখা পেয়েছেন ভারতের ওপেনার শুভমন গিল। ৬৯ বলে করা ফিফটি তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৪৩
রিশাদে সাফল্য, বিদায় কোহলি
২৩তম ওভারে এসে দ্বিতীয় সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। রিশাদের বলে গালিতে ক্যাচ দেন এ কিংবদন্তি। এ ম্যাচে হল না তার ১৪ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করা। ২২ রানে আউট হওয়া কোহলির আর ১৫ রান লাগবে এ ক্লাবে ঢুকতে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩৫
ভারতের দলীয় শতক
বিরাট কোহলি ও শুভমান গিলের ব্যাটে ভর করে দলীয় শতরানে পৌঁছেছে ভারত। ২০তম ওভারে এসে এক উইকেট হারিয়ে এ রান হয় ভারতের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.২৫
ধীরগতিতে রানের চাকা
ভারত যেভাবে শুরু করেছিল সেখান থেকে কমতে শুরু করেছে রানের গতি। রোহিত শর্মা আউট হওয়ার পর ৪৩ বলে ২২ রান এসেছে ভারতের ঝুলিতে। ভালো বল করছেন মিরাজ ও রিশাদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০০
পাওয়ার প্লেতে ভারতের হাসি
পাওয়ার প্লে শেষে ভারতের মুখে চওড়া হাসি ফুটেছে। এক উইকেট হারিয়ে দলটি ৬৯ রান তুলেছে। বাংলাদেশের তিন পেসার তাসকিন, তানজিম ও মোস্তাফিজকে বেদম পিটিয়েছেন রোহিত ও গিল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৫৭
তাসকিনে বিদায় রোহিত
পাওয়ার প্লের শেষ ওভারে এসে তাসকিন আহমেদের বলে আউট হয়েছেন রোহিত শর্মা। ৩৬ বলে তার থেকে এসেছে ৪১ রানের ইনিংস।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৪৫
পেসারদের উপর চড়াও রোহিত
বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও রোহিত শর্মার উপর চড়াও হয়েছেন রোহিত শর্মা। মোস্তাফিজের প্রথম ওভারে ভুগলেও পরের ওভার থেকে দেখেশুনে খেলছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৪০
সবশেষ রোহিতের সেঞ্চুরি
২০১৭ সালে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৩০
১১ হাজারের এলিট ক্লাবে রোহিত
ভারতের অধিনায়ক রোহিত শর্মার এ ম্যাচে নামার আগে ১১ হাজার রান থেকে ১২ রান দূরে ছিলেন। চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকিয়ে ১১ হাজারের এলিট ক্লাবে ঢুকেছেন। এ রান করতে খেলেছেন ২৯৬ ম্যাচ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.০০
১৬০টি ডট বল দিয়েছে বাংলাদেশ
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলে ডটবলের রাজ্যে বাংলাদেশ ছন্দময়। ভারতের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ ৩০০ বলের মধ্যে ১৬০ বলে কোনো রান নিতে পারেনি বা ডট বল হয়েছে। ৪৯.৪ ওভারে অলআউট হওয়ায় বাকি দুই বল খেলা লাগেনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪৬
১১৪ বলে সেঞ্চুরি করেন হৃদয়। সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪৫
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ
২২৮/১০, ৪৯.৪ ওভার
তাওহিদ হৃদয়-১০০, জাকের আলী-৬৮
মোহাম্মদ শামি- ৫/৫৩, হারষিত রানা- ৩/৩১
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪৩
সেঞ্চুরিতেই বিদায় হৃদয়ের
সেঞ্চুরির পর নিজের নামের পাশে আর কোনো রান যোগ করতে পারেননি তাওহিদ হৃদয়। ৫০তম ওভার হারষিত রানার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। পরের চার বলে কোনো রান যোগ হয়নি দলের সাথেও।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৩৭
তাসকিনের বিদায়
হৃদয়ের সেঞ্চুরির পর বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে ৫ উইকেটের দেখা পেয়েছেন শামি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৩৪
হৃদয়ের প্রথম সেঞ্চুরি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে শামিকে কাভারে ঠেলে দিয়ে এক রান নেন, ১১৪ পূর্ণ করেন সেঞ্চুরি। এর আগে তার ক্যারিয়ারে সাতটি ফিফটি রয়েছে। প্রথম সেঞ্চুরি করতে ৩৪ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.২০
শুন্য রানে বিদায় সাকিব
সাকিব আল হাসান দলে না থাকলেও আছেন পেসার তানজিম হাসান সাকিব। এ ব্যাটার নামের পাশে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরে গেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.১৫
ঝড়ের ইঙ্গিত দিয়েও আউট রিশাদ
আগের ওভারে অক্ষর প্যাটেলকে দুই ছক্কা ও চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন রিশাদ হোসেন। তবে পরের ওভারে আপার কাট শট খেলতে গিয়ে স্লিপে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ১২ বল খেলে ১৮ রান করেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.১২
দলীয় ২০০ রান বাংলাদেশের
৪৫তম ওভারে এসে দলীয় দুইশত রান পেরিয়েছে বাংলাদেশ। অক্ষর প্যাটেলের বলে রিশাদ হোসেনের এক চার ও দুই ছক্কায় দলীয় রান ২০০ পার করে টাইগাররা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৫৭
শামির ২০০ উইকেট
২০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ৪৩তম ওভারে জাকের আলীকে আউট করে ২০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন ডানহাতি পেসার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৫৩
ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিও জাকের-হৃদয়ের
ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিক এখন হৃদয় ও জাকের। এখন পর্যন্ত ২০৫ বলে ১৫৩ রান তুলেছেন দুজনে। আগের রেকর্ড ছিল জাকের আলি ও মাহমুদউল্লাহর। গত ডিসেম্বরে ১৫০ রান করেছিলেন দুজনে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৫০
ভারতের দুর্দশা
পাওয়ার প্লেতে দুর্দশায় পড়েছিল বাংলাদেশ। ৩৫ রান তুলতেই দলটি হারিয়েছিল ৫ উইকেট। এবার ভারতের দুর্দশার কথা বলছে পরিসংখ্যান, ২০২৩ সালের পর এটি দ্বিতীয় ঘটনা যে ভারত মধ্যবর্তী ওভারে একটিও উইকেট নিতে পারেনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৪৯
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়লেন হৃদয়-জাকের
৩৫ রান থেকেই বাংলাদেশকে টেনে নিচ্ছেন তাওহীদ হৃদয় আর জাকের আলি অনিক। ফিফটি করেছেন দুজনেই। সেসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটের জুটি গড়েছেন দুজনে। এখন পর্যন্ত ১৯৮ বলে ১৪৫ রান তুলেছেন দুজনে। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার মার্ক বাউচার ও জাস্টিন কেম্পের। ২০০৬ সালে মোহালিতে ১৮৭ বলে ১৩১ রান তুলেছিলেন দুজনে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৩২
জাকের-হৃদয়ের ফিফটি, রেকর্ড গড়ে জুটির ১০০
চাপে পড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের ব্যাটে। ফিফটি করেছেন দুজনই। জাকের ৮৭ বলে এবং হৃদয় ছুঁয়েছেন ৮৫ বলে। সঙ্গে ১৬৪ বলে জুটির শতরান পূর্ণ হয়েছে।
শতরানের জুটি গড়ার পথে একটি রেকর্ড গড়েছেন জাকের-হৃদয়। ষষ্ঠ উইকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এটি। আগে সর্বোচ্চ ১৫৩ বল খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। ২০১৮ সালে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ রান করেছিলেন তারা।
৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান। হৃদয় ৬১ এবং জাকের ৫৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.২৬
বাংলাদেশের- ১৩৬/৫ (৩৬)
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.০২
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৫২
বাংলাদেশের ১০০
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে হৃদয়-জাকেরে শতরান পূর্ণ করেছে বাংলাদেশ। ২৮.১ ওভারে ৫ উইকেট ১০০ রান টাইগারদের। জাকের ৩৩ এবং হৃদয় ৩২ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৩৭
হাল ধরেছেন হৃদয়-জাকের
পাওয়ার-প্লেতে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। বিপর্যয় কাটিয়ে তুলতে হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। দুজনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।
৮৮ বলে ৫১ রানের জুটি গড়েছেন দুজনে।
২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। জাকের ২৫ এবং হৃদয় ২৭ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.২৭
হৃদয়-জাকেরে সর্বনিম্ন রানের রেকর্ড এড়াল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বনিম্ন রানের রেকর্ড ৭৭। ২০০২ আসরে কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯.৩ ওভার ব্যাট করে অলআউট হয়েছিল টিম টাইগার্স। চলতি আসরে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে সম্ভাবনা জেগেছিল দ্রুত গুটিয়ে যাওয়ার। তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকে সেই সর্বনিম্ন রান পেরিয়ে গেছে বাংলাদেশ।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বনিম্ন রানের রেকর্ড ৬৫, ২০০৪ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদাটম্পনে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। তারপরেই অবস্থান বাংলাদেশের।
১৯.৪ ওভার শেষে বাংলাদেশের ৫ উইকেটে ৭৮ রান। হৃদয় ২৩ রানে এবং জাকের ২১ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একমাত্র হ্যাটট্রিকের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার জেরোমি টেলর। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.২৩
৫৫ ম্যাচ আগে এমন দুর্দশায় পড়েছিল বাংলাদেশ
প্রথম ১০ ওভার বা পাওয়ার প্লের মধ্যে ৫ উইকেট হারানোর মতো এমন দুর্দশায় বাংলাদেশ পড়েছিল তিন বছর আগে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বিপর্যয়ের ৫৫ ম্যাচ আগের ঘটনা সেটি। ২০২২ সালে চট্টগ্রামে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.১১
পাওয়ার প্লে
বাংলাদেশ- ৬৫/৫ (১৫)
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৪৯
অক্ষরের হ্যাটট্রিক ফেলে দিলেন রোহিত
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ ও মুশফিককে ফেরান অক্ষর প্যাটেল। চতুর্থ বলে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ভারত স্পিনারের। সুযোগও তৈরি করেছিলেন। জাকের আলী অনিক ক্যাচ দেন স্লিপে। রোহিত শর্মা বল তালুবন্দি করতে পারেননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৪৬
ধুঁকছে বাংলাদেশ, বিপদ বাড়িয়ে গেলেন মুশফিক
আগের বলেই তানজিদ ফিরে গেছেন। মুশফিক এসেই পরের বলে রাহুলের গ্লাভসে ক্যাচ দিলেন। গোল্ডেন ডাক মেরে ফিরে গেছেন অভিজ্ঞ ব্যাটার। ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৪৫
বিপদে বাংলাদেশ
টপঅর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারালেও ইনিংস টেনে নিচ্ছিলেন তানজিদ তামিম। নবম ওভারে তিনিও ফিরে গেছেন। অক্ষর প্যাটেলের অফস্টাম্পের বাইরের বলে রাহুলের গ্লাবভসে ক্যাচ দেন তানজিদ। ৪টি চারে ২৫ বলে ২৫ রান করে গেছেন।
৮.২ ওভার শেষে বাংলাদেশ ৩৫ রান ৪ উইকেটে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৩
মিরাজও আউট
দেখেশুনেই খেলছিলেন মেহেদী হাসান মিরাজ। সময় নিচ্ছিলেন সেট হতে। কিন্তু পারলেন না। ৬.২ ওভারে মোহাম্মদ শামির বলে আউটসাইডে ব্যাটে বল লাগিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন গিলের হাতে। ১০ বলে ৫ রান করেছেন। ৬.২ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ২৬।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.১৩
শান্তও ফিরলেন দ্রুত
দ্বিতীয় ওভারে বাজে শট খেলে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হার্ষিত রানার চতুর্থ বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে গালিতে বিরাট কোহলির হাতে ধরা পড়েন। দুই বল খেলে কোনো রানের দেখা পাননি টাইগার অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.০৯
রানের খাতা খোলার আগেই ফিরলেন সৌম্য
ইনিংসের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সৌম্যকে স্ট্রাইক দেন তানজিদ তামিম। পরের চারটি বল দেখেশুনে পার করেন সৌম্য। ওভারের শেষ বলে মোহাম্মদ শামির অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে যান। ব্যাটের ভেতরের কানায় লেগে বল লোকেশ রাহুলের গ্লাভসে যায়। সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগেই। ১ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৪১
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৪১
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৩৯
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৩২
টস
টসে জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১.১২
চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে ‘প্রথম’ জয়ের খোঁজে বাংলাদেশ
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১.০৩
‘শেষ’ আইসিসি টুর্নামেন্ট নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ-মুশফিক
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৫৭
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.২৩
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০৯
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০২
[/vc_column_text][/vc_column][/vc_row]









