সেপ্টেম্বরেই চালু হচ্ছে টাকা-পে ডেবিট কার্ড। রুপি এবং টাকায় লেন-দেন সুবিধা থাকা এই কার্ডটি বাংলাদেশ এবং ভারতের ব্যবহারকারীদের জন্য। রুপিতে বাণিজ্য উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ভারতে কার্ডটি উদ্বোধন হবে ডিসেম্বরে। ডলারকে পাশ কাটিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালুর দিনে বাংলাদেশ থেকে ১ কোটি ৬০ লাখ রুপির কৃষিপণ্য পাঠানোর এলসি খোলা হয়েছে। বিপরীতে ভারত থেকে ১ কোটি ২০ লাখ রুপির পণ্য আমদানির আনুষ্ঠানিকতা হয়েছে।







