চেন্নাই টেস্টে প্রথম দুই সেশন ছিল বাংলাদেশের। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রেখেছিল টিম টাইগার্স। অশ্বিনের ক্যারিয়ারের ষষ্ঠ শতক, জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটিতে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। শেষপর্যন্ত চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগেই ম্যাচ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। লাল মাটির পিচে ভারতের এমন সাফল্য এসেছে ধৈর্য ধরে খেলে, বলছেন রোহিত।
ম্যাচ শেষে ৩৭ বর্ষী রোহিত বলেছেন, ‘সুন্দর পিচ। লাল মাটির পিচ সবসময় আপনাকে দারুণকিছুই দেবে। কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। ভারতে প্রতিটি বলে অভ্যস্ত হয়ে পড়লেও এখানে অন্য দৃশ্য দেখবেন। এই উইকেটে আমরা ধৈর্য ধরে বড় রান ও উইকেট নিতে পেরেছি। এই ব্যাপারে অশ্বিন নিজেই আপনাদের বলবে। উত্তর দেয়ার জন্য সে সঠিক মানুষ।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের দিকে প্রশ্ন যায় অশ্বিনের অবদান সম্পর্কে। বলেছেন, ‘বছরের পর বছর অশ্বিন আমাদের জন্য অবদান রেখে চলেছে। ঠিক জানি না, এখানে যা বলব, তাতে দলে তার অবদানের পুরোটা প্রকাশ পাবে কিনা।’
রোহিতের পর পুরস্কার মঞ্চে অশ্বিন এসেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। নিজের অবদান প্রশ্নে তারকা অলরাউন্ডার বললেন, ‘এই টেস্ট ম্যাচে কী অবদান রেখেছি তা সম্পর্কে সত্যিই কিছু বলতে পারব না।’
টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫। আগেরদিন টাইগাররা শেষ করে ৪ উইকেটে ১৫৮ রানে। রোববার আর ৭৬ রান যোগ করে গুটিয়ে যায় সফরকারী দল। শেষপর্যন্ত ২৮০ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।









