দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এখন বাংলাদেশ। করছে কঠোর অনুশীলন। চেন্নাইয়ের মাঠে টাইগারদের কদিন আগে থেকেই অনুশীলন করছে ভারত। লাল ও কালো মাটির উইকেট থাকলেও টিম ইন্ডিয়া শুরু থেকে ঘাম ঝরাচ্ছে লাল মাটির উইকেটে। কিছুটা আভাস মিলছে লাল মাটির উইকেটেই হতে চলেছে প্রথম টেস্ট। যে কারণে আলোচনায় একাদশ, তিন পেসার থাকবে নাকি তিন স্পিনার।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ৯টি উইকেটের মধ্যে ৩টি লাল মাটির। মুম্বাই থেকে আনা লাল মাটির উইকেটে পেস-স্পিন, সবধরনের বোলিংয়েই সাধারণত সমান বাউন্স মেলে।
ভারতীয় গণমাধ্যমে খবর, বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট চেন্নাইয়ের লাল মাটির যেকোনো একটি উইকেটে হবে। সেখানে বাড়তি বাউন্স থাকবে বলে ধারণা করা হচ্ছে। চেন্নাইয়ের তীব্র গরমে ম্যাচের সময় যত গড়াবে, স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ম্যাচজুড়ে পেসারদের উল্লেখযোগ্য ভূমিকা থাকবেই। বিশেষ করে, এই উইকেট ও কন্ডিশন হবে রিভার্স সুইং সহায়ক।
ভারতের সাবেক ক্রিকেটার-ধারাভাষ্যকার দিনেশ কার্তিক কিছুদিন আগে বলেছিলেন, চেন্নাইয়ের উইকেট কিছুটা পেস-সহায়ক হতে পারে। যে কারণে ভারতের একাদশে তিন পেসার রাখার সম্ভাবনা বেশি, মনে করছেন তিনি।
তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজের পরের টেস্ট কানপুরের গ্রিন পার্কে, সেই উইকেটটি কালো মাটির হওয়াতে সেখানে স্পিন বোলিং ভালো হবে। প্রথম টেস্টে তাই তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। কারণ পরের টেস্টে হয়ত দলগুলো তিন স্পিনার নিয়ে খেলার কথা ভাববে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে। অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।









