বিশ্বকাপে খেলা চার ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ব্যাটারদের নিতে হয়নি তেমন কোনো চ্যালেঞ্জ। কিন্তু অন্য ম্যাচগুলোয় টাইগারদের ভালোই ভুগিয়েছে ব্যাটিং অর্ডার। ভারতের বিপক্ষে হারের পর ঘরের মাঠের ধীরগতির উইকেটকেই দুষলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া শান্ত ম্যাচ শেষে বলেছেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের ভালো উইকেটে খেলা উচিৎ। এমনকি ভালো উইকেটে অনুশীলনও করা উচিৎ।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার ফেভারিট ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং বান্ধব উইকেটে দুই ওপেনার ভালো শুরু এনে দিলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৬ রানের বেশি সংগ্রহ করতে পারেনি টিম টাইগার্স।
জবাবে ৪১.৩ ওভারে ব্যাটিং করেই ৭ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। অথচ ম্যাচ শুরুর আগে উইকেট দেখে নাসির হোসেন বলেছিলেন, এখানে অন্তত ৩০০ রান করতে হবে। এমনকি ৩৫০ রান করাও সম্ভব।
৩৪টি ওয়ানডে ম্যাচ খেলা শান্ত বলেন, ‘স্পোর্টিং উইকেটে আমাদের খেলার অভ্যাসটা তুলনামূলক অনেক কম। এখানে আমার কাছে মনে হয় অভিজ্ঞতার চেয়ে মানসিকভাবে শক্ত থাকাটা বেশি জরুরি এবং সকলের দায়িত্ব নিয়ে খেলা উচিৎ। কারণ এ ধরনের বোলারদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের সবারই আছে। এই জায়গাগুলো যদি গুরুত্ব সহকারে নেই, আশা করি পরবর্তীতে আমাদের এ ধরনের ভুলগুলো হবে না।’








