দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এখন ভারতে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তার আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমবার ঘাম ঝরালেন বাংলাদেশের খেলোয়াড়রা।
বেশ গুরুত্বের সাথে নেটে ব্যাট করছিলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাকে বল করছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার পাশের নেটে ব্যাট করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, উইকেটের পেছনে দাঁড়িয়ে বল ধরার ভঙ্গিতে এবং স্ট্যাম্পিং করছিলেন লিটস দাস।
টাইগারদের নেটে বল করতে দেখা গেছে দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামকে। সাথে স্থানীয় আরেক স্পিনারকে দেখা গেছে হাত ঘোরাতে। বল হাতে পূর্ণ গতিতে অনুশীলন করতে দেখা গেছে দুই পেসার নাহিদ রানা ও খালেদ আহমেদকে।
তাসকিন আহমেদকে বল করতে দেখা না গেলেও সেখানে ছিলেন আরেক পেসার হাসান মাহমুদ। এ সময় পেসারদের সামলেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।









