ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাল ধরেছিলেন। তবে রবীচন্দ্রন অশ্বিনের জোড়া আঘাতে ফিরে গেছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। ১৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ।
৩০তম ওভারের শেষ বলে অশ্বিনের ইন সুইং বুঝে উঠতে পারেননি মুমিনুল বোল্ড হয়ে ফিরে যান। ২৪ বলে ২৩ রান করেন টাইগার ব্যাটার। পাঁচে নামা মুশফিকুর রহিমের শুরুটা ভালোই হয়েছিল। ৩৪তম ওভারে অশ্বিনের বল মিডঅফ দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে সেখানে থাকা ফিল্ডার লোকেশ রাহুলের তালুবন্ধী হয়ে ফিরে যান। একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৩ রান করেন মি. ডিফেন্ডেবল খ্যাত এই ব্যাটার।
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৪ উইকেটে ২৮৭ রান করে বাংলাদেশের সামনে ৫১৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করায়। হিমালয়সম রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ৫০ রানে ও সাকিব আল হাসান ৩ রানে ক্রিজে আছেন।









