দল ঘোষণার পরেরদিন স্বপ্নের ফানুস উড়িয়ে বিশ্বকাপের দেশে গেল বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ভারত। বুধবার বিকেলে সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছে টিম টাইগার্স।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল চারটার কিছু আগে একটি চার্টার্ড ফ্লাইটে ভারতের গৌহাটির পথে ঢাকা ছেড়েছে সাকিববাহিনী। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ২ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময়ে দুপুর আড়াইটায়।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে আসরের। ১৯ নভেম্বর দশ দলের একটির হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামবে।
বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। পরে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর সাউথ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।








