চলতি সিরিজে কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে একটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচ দুটি নিয়ে আগেই হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার ম্যাচের দিন গোয়ালিয়রে ‘বনধ’ ডাক দিয়েছে তারা। সঙ্গে কানপুরে রেখেছে কর্মসূচী।
শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্ট গড়াবে। ৬ অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত। সোমবার অখিল ভারত হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ ম্যাচের দিন গোয়ালিয়রে বনধের ঘোষণা দেন। বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে বনধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বনধের আওতামুক্ত।’
এদিকে কানপুরেও ঝামেলা বাড়াচ্ছে সংগঠনটি। পরিস্থিতি সামলাতে এরমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ। কানপুর টেস্টের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পাশে রাস্তায় আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। সেকারণে হিন্দু মহাসভার ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
এর আগে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ তোলে সংগঠনটি। যার প্রতিবাদ করতে বাংলাদেশ-ভারত ম্যাচে হিন্দু মহাসভা হামলা করবে, জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। হুমকি দিয়ে ভরদ্বাজ বলেছিলেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবেন।
তবে হুমকি থাকলেও ম্যাচ সরিয়ে নেয়া হবে না, জানিয়েছে বিসিসিআই।









