দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ টেবিলে এ ম্যাচের জয়-পরাজয় খুব একটা প্রভাব ফেলবে না দুদলের জন্যই। তবুও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিডফিল্ডার শেখ মোরসালিন বলছেন, ভারতের বিপক্ষে জয় পাওয়া দলের মূল লক্ষ্য। শেষদিকে গোল হজমের বিষয়ে আরও সচেতন হতেও বললেন।
বৃহস্পতিবার থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যোগ দিয়েছেন ১৪ খেলোয়াড়। এখনও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি ফেডারেশন। কোচ হাভিয়ের ক্যাবরেরা সন্তানের বাবা হওয়ায় দলের সাথে নেই। ৩/৪ নভেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা তার।
প্রস্তুতি শুরুর আগে শুক্রবার সংবাদমাধ্যমে মোরসালিন বললেন, ‘আসলে বাস্তবতা হচ্ছে আমরা যখন ভারতে গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র করলাম, তখন আমাদের মন অনেক খারাপ ছিল। যদিও বাকি ম্যাচগুলোতে হেরেছি বা ফল খারাপ হয়েছে। আসলে আমাদের দলের যে অবস্থা আমরা জয়টা পাওয়ার যোগ্য। তবে মনে করি আমাদের পরবর্তী ম্যাচটা ইনশাআল্লাহ আমরা জিতবো।’
‘আসলে যতই ভালো পারফর্ম করি খেলোয়াড় হিসেবে আমাদের উচিত আরও ভালো করার মানসিকতা রাখা। পারফরম্যান্স যাই থাকুক, ভালো থাকুক বা খারাপ, সবসময় চেষ্টা থাকবে যেন আরও ক্ষুরধার থাকে আমাদের মধ্যে। আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। ঘরের মাঠে খেলা। কোনভাবে এটা আমরা আসলে হারতে চাই না।’
‘বিগত কিছু ম্যাচে আমরা গোল হজম করেছি একদম শেষে গিয়ে। আমরা ভালোই করছি, কিন্তু শেষ এক-দুই মিনিটে আমরা মনোযোগ হারিয়ে ফেলছি। আমাদের এই ব্যাপারগুলোতে খেলোয়াড়রা আরেকটু সচেতন হয়ে খেলতে পারলে মনে হয় আরও ভালো হবে। দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।’









