ভারতে বসেছে এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। এ আসরের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে আগেই ফাইনালে পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত।
অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালকে হারিয়ে আসরের ফাইনালে উঠেছ বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে নাজমুল হুদা ফয়সালের দল জিতেছে ২-১ গোলে। দুটি গোল আসে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুলের থেকে। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারতের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজরা।
ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতের দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। প্রথমার্ধে দুই গোলের লীড ছিল ভারতের। দ্বিতীয়ার্ধে মালদ্বীপে খেলায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরেক গোল হজম করে। ৩-০ গোলের বড় জয় নিয়ে নির্ধারিত হয় বাংলাদেশের প্রতিপক্ষ।
১৮মে আসরের ফাইনালে নামবে বাংলাদেশ। আসরের শুরুতে ড্রয়ের হতাশা দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিতে খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।









