ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালেও নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের জন্য মাঠ প্রস্তুত করতে সময় লাগছে। নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পর, সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণে নামবেন দুই আম্পায়ার।
বৃষ্টি না থাকায় মাঠের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দুপুরের মধ্যে আরও উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আউটফিল্ডের কাভার সরানোর পাশাপাশি পিচের মেইন কাভারও সরানো হয়েছে।
তবে ম্যাচের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। দিনের বেলায় বৃষ্টি না হলেও রাতের বেলায় বৃষ্টি হবে। সে বৃষ্টি যদি মুষলধারে হয়, চতুর্থ দিনেও খেলা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে।
প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।









