কানপুর টেস্টে দ্বিতীয় দিনে থেমে থেকে মুষলধারে বৃষ্টির কারণে সারাদিনে এক বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে ঘটেছে উল্টোটা, সারাদিন বৃষ্টি হয়নি। তবে ফলাফল সেই একই, কোনো খেলা হয়নি। তৃতীয়বার মাঠ পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো দিনের খেলা পরিত্যক্ত করে দেন দুপুরের মধ্যেই। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেছে।
রোববার খেলা না হওয়ার কারণ হিসেবে দুই আম্পায়ার বলেছেন, আউটফিল্ড ভেজা থাকায় খেলা হয়নি। দুই আম্পায়ার খেলা পরিত্যক্ত করার কিছুক্ষণ পরই ঝলমলে রোদ ওঠে গ্রিনপার্ক স্টেডিয়ামে। অন্যকোনো কারণ টানেননি দুই মাঠ আম্পায়ার।
বৃষ্টি না হওয়ার পরও কোনো বল না গড়িয়ে দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় কিছু প্রশ্ন উঠেছে। সেগুলো হল- গ্রিনপার্কের নিষ্কাশন ব্যবস্থার উন্নতি প্রয়োজন? ভারী বৃষ্টি হলে শ্রীলঙ্কার মতো ভারতের মাঠও কি পুরোপুরি ঢেকে দেয়া উচিত? বৃষ্টি না হলেও গ্রাউন্ড স্টাফরা খেলা হওয়ার জন্য আর কী করতে পারতেন? বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করার জন্য সত্যিই ভালো ড্রেনেজ এবং এ জাতীয় অন্যান্য সুযোগ-সুবিধা আছে এমন মাঠেই কেবল টেস্ট ম্যাচ হওয়া উচিত? বাকি মাঠগুলো তাহলে কী করে টেস্ট ক্রিকেট পাবে?
ম্যাচের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। দিনেরবেলায় বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হতে পারে কানপুরে। বৃষ্টি যদি মুষলধারে হয়, চতুর্থ দিনেও খেলা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে।
প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়েছিল। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।









