চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে তিন শতাধিক রান তুলেছে ভারত। স্বাগতিকদের চারশো রানের আগেই থামাতে চান হাসান মাহমুদ। কাজটি যে সহজ হবে না, সেটিও মানছেন টাইগার পেসার।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমদিন শেষে ৮০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে অম্বিন ১০২ রানে এবং জাদেজা ৮৬ রানে ব্যাটে নামবেন। চার উইকেট নেয়া হাসান দিন শেষে সংবাদ সম্মেলনে এসে লক্ষ্যের কথা জানান।
বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে চারশোর আগে আউট করতে পারলে ভালো হবে। তবে এখন উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি। চেষ্টা করছি যেন চাপ সৃষ্টি করা যায়। কাল ওটাই করব।’
‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু টাইট হতে পারত। আরেকটু গোছানো বোলিং হতে পারত। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করব যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশোর আগে আউট করতে পারব।’









