লোকেশ রাহুল আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতের তখন ১৪৪ রানে ৬ উইকেট ছিল। সেখান থেকে দুই স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন জুটিতে ১০০ রানের বেশি তুলে ফেলেছেন। শেষ বিকেলে উইকেট তুলতে ধুঁকছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছে ভারত। ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলে অশ্বিন এবং ৯০ বলে ৬৫ রানে জাদেজা অপরাজিত আছেন।
মধ্যাহ্ন বিরতির পর যশ্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকে ফিরিয়ে স্বস্তি এনেছিলেন মিরাজ-নাহিদ। লোয়ারে স্বাগতিকদের দুই ব্যাটারের দৃঢ়তায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
সকালে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়ে দেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে তিন পেসারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
দিনের ১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছে যান ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।
ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ধারাভাষ্যকারদের মতে গিলের আউট খুবই অপ্রত্যাশিত ধরনের। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সেটা শুরু হাসান ঝড়ের। লাঞ্চ বিরতির পরে যাতে যোগ দেন নাহিদ ও মিরাজ।









