মোস্তাফিজুর রহমান ইস্যুতে নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আইসিসিতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির আবেদনে সাড়া মেলার সম্ভাবনা ক্ষীণ, বলছে ভারতীয় গণমাধ্যম। ভারতেই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব আসতে পারে আইসিসি থেকে, সেক্ষেত্রে টানা হতে পারে বর্তমানে আয়োজক দেশটিতে আম্পায়ারিং চালিয়ে যাওয়া বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ।
বরোদায় রোববার ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলেছেন শরফুদ্দৌলা সৈকত। টি-টুয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যেতে পারে তাকে ও বাংলাদেশের আরেক আম্পায়ার গাজী সোহেলকে। তাদের উদাহরণ টেনে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখতেই বিসিবিতে প্রস্তাব দিতে পারে আইসিসি।
ভারতের গণমাধ্যমে খবর, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে চেন্নাই ও থিরুভানান্থাপুরাম।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য আগেই বলে রেখেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা।
গুজরাটের বরোদায় রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বৈঠক করেছেন। সেই বৈঠকে বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছে কিনা তা আয়োজন দেশটির সংবাদমাধ্যম জানাতে পারেনি। তবে আভাস দিয়েছে, সোমবার বাংলাদেশকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।









