২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ১-০ গোলে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারকা মিডফিল্ডার শমিত সোম। ঐতিহাসিক জয় উৎসর্গ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টুকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে শমিত সোম লিখেছেন, ‘ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়, আমাদের ঘরের দর্শকদের সামনে। আজ রাতটা বিশেষ ছিল, ঠিক এমনটাই আমরা খেলি, এমন হওয়ার জন্য আমরা লড়াই করি। বাংলাদেশের জন্য জিততে খেলি, আমাদের সমর্থকদের গর্বিত করার জন্য।’
‘২২ ঘন্টা ভ্রমণের পর, প্রতিটি মাইল… প্রতিটি ক্লান্তিকর মুহূর্ত… যখন আপনি মাঠে পা রাখেন এবং আমাদের ভক্তদের গর্জন শুনতে পান তখন তা মূল্যবান বলে মনে হয়। সেই শক্তি আমাদের মধ্যে বহন করতে থাকি।’
এরপর জাকারিয়া পিন্টুকে স্মরণ করে শমিত লিখেছেন, ‘আমি এই জয় স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করতে চাই, যিনি গত বছরের এই দিনে, ১৮ নভেম্বর মারা গেছেন। তার সাহস, নেতৃত্ব এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা এই জার্সি পরা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে।’
‘এই জয় তার জন্য। এই জয় তোমাদের সকলের জন্য।’









