দুই ম্যাচ হাতে থাকতেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তারপরও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ নিয়ে আগ্রহ কম নেই বাংলাদেশের সমর্থকদের। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া ফিরতি লেগের ম্যাচের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ব্যবস্থাপনায় ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য ৩০ অক্টোবর বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে। প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত খেলোয়াড়দের সন্ধ্যা সাতটার মধ্যে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। কিন্তু ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ক্যাম্পের শুরুতে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওই ম্যাচ খেলার জন্য ৯ নভেম্বর বাংলাদেশে আসার কথা হামজার। গণমাধ্যমে এমন খবর জানিয়েছিলেন দলের ম্যানেজার আমের খান।
জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। ভুটানের বিপক্ষে ঢাকায় অভিষেক গোলের পর হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ তারকা। বাংলাদেশ দলে হামজার অর্ন্তভুক্তির পর অবসরে যাওয়া ৪০ বর্ষী সুনীল ছেত্রীকে দলে ফিরিয়েছিল ভারত।
এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নানা নাটকীয়তায় সেই ম্যাচটি বাতিল করা হয়েছে। নতুন প্রতিপক্ষ হিসেবে নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।









