এএফসি এশিয়ান কাপে মূলপর্বে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের। তারপরও মঙ্গলবার বাছাইয়ে দুদলের ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি নেই। আগেরদিন কথা বলেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, ভারতের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ। খেলা সরাসরি দেখাবে আইস্ক্রিন।
ভারত দলের সংবাদ সম্মেলনের পর আসেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। জামাল বললেন, ‘এখন আমরা নিয়মিত গোল করছি, দল উন্নতি করছে। তবে দিনশেষে আমাদের জিততে হবে। ম্যাচে কারা খেলবে, কারা খেলবে না এটা তার(কোচের) সিদ্ধান্ত।’
‘ভারত যে দল নিয়ে এসেছে, সেটাতে বেশকিছু দুর্বলতা রয়েছে। তাদের প্রো লিগ এখনও শুরু হয়নি, তাদের অবস্থাও এখন ভালো নয়। এটাকে আমাদের ক্যাশ করতে হবে। ভারত ম্যাচ কঠিন হতে চলেছে। কারণ তারা বেশ পেশাদার ফুটবল খেলে। কিন্তু ম্যাচে আমরা জয় চাই।’
ভারতের বিপক্ষে ২২ বছর ধরে জেতে না বাংলাদেশ। কোচ ক্যাবরেরা বললেন, ‘ভারতের বিপক্ষে আমরা অনেকদিন ম্যাচ জিতিনি। আমরা তিন পয়েন্ট আদায় করতে চাই, ম্যাচটা জিততে চাই। দুদলই ম্যাচ জিততে পারে। বাংলাদেশ দলে কোন চোট নেই।’
এশিয়ান কাপের বাছাইয়ে তলানির দুই ভারত ও বাংলাদেশ। গ্রুপে তিনে বাংলাদেশ, চারে ভারত। ১৮ নভেম্বরের ম্যাচ দিয়ে বছর শেষ করবেন জামালরা। খেলা ঢাকা জাতীয় স্টেডিয়ামে, শুরু হবে রাত ৮টায়।









