বিশ্বকাপের আসর থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তার জায়গায় স্কটল্যান্ড আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে সংস্থাটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি।
ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনও বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি না থাকায়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করার পর এই ঘোষণা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কাও লিটনদের ম্যাচ স্থানান্তরে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে।
আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘ভারতে নির্ধারিত ম্যাচ আয়োজনের ব্যাপারে বিসিবির উত্থাপিত উদ্বেগ দূর করতে আইসিসির মাধ্যমে বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করা হয়। তারপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ ও গঠনমূলকভাবে একাধিক সংলাপের মাধ্যমে বিসিবির সাথে যুক্ত ছিল। এর মধ্যে ভিডিও কনফারেন্স এবং ব্যক্তিগতভাবে উভয় ধরণের বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।’
‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে, আইসিসি বিসিবি কর্তৃক জানানো উদ্বেগগুলি পর্যালোচনা করেছে। অভ্যন্তরীণ ও বাহিরের বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কমিশন এবং বিবেচনা করেছে। ফেডারেল ও রাজ্য ব্যবস্থার সাথে সম্পর্কিত বিস্তারিত নিরাপত্তা ও পরিচালনা পরিকল্পনা জানিয়েছে। সেই সাথে ইভেন্টের জন্য বর্ধিত নিরাপত্তা প্রোটোকলও জানিয়েছে। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের সাথে আলোচনাসহ বিভিন্ন পর্যায়ে আশ্বাসগুলো পুনর্ব্যক্ত করা হয়।’ জানায় আইসিসি।
নিরাপত্তা নিয়ে আইসিসি আরও জানিয়েছে, ‘আইসিসির মূল্যায়নে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনও বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি ছিল না। এই অনুসন্ধানের আলোকে এবং বিস্তৃত প্রভাব সম্পর্কে সতর্কতার সাথে বিবেচনা করার পর, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে প্রকাশিত ইভেন্টের সময়সূচী সংশোধন করা উপযুক্ত নয়।’
বুধবার এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের নির্ধারিত সময়সূচী অনুসারে ভারতে খেলবে কিনা তা নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা সময়সীমা দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনও নিশ্চিত তথ্য না পাওয়ায় আইসিসি ‘তার প্রতিষ্ঠিত পরিচালনা নীতি এবং যোগ্যতার প্রক্রিয়া অনুসারে আরেকটি দল চিহ্নিত করার কাজে এগিয়েছে’।









