ভারতে বসতে চলা যুব বিশ্বকাপ হকিতে সুযোগ করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। বিশ্বমঞ্চে খেলার জন্য নেদারল্যান্ডস থেকে নতুন কোচ এনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। রোববার ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের সাথে পরিচয় করিয়ে দেয়া হল আনুষ্ঠানিকভাবে। জানানো হল, প্রস্তুতির জন্য পাকিস্তান ও ইউরোপের দুটি দেশে ম্যাচ খেলতে যাবে হকি দল।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান জানালেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলব। পাকিস্তান হকি ফেডারেশনের সাথে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে। তারা রাজিও হয়েছে এ ম্যাচের আয়োজন করতে। সেপ্টেম্বরে পাকিস্তানে ৭ দিনের সফর। সেখানে পাকিস্তানের বিপক্ষে খেলব চার ম্যাচ।’
‘পাকিস্তানের পর আমরা যাব ইউরোপের দেশ নেদারল্যান্ডস এবং জার্মানিতে। সেখানে তাদের বিপক্ষে খেলব ছয়টি ম্যাচ। ইউরোপে সফর হবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে, তারপর আমরা দেশে ফিরে আসব।’
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও জানালেন, ‘আমরা চাই দল ভালো ফলাফল করুক। কোচকে আমরা বলেছি ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে, যেকোনো দলের বিপক্ষে খেলতে যেন ভয় না কাজ করে। যুব বিশ্বকাপের আসর ২৪ দলের, তাদের মধ্যে ১৪/১৫ অবস্থানে যেন থাকা যায়। বিশ্বকাপে আমাদের র্যাঙ্কিং অবস্থান উন্নতি করাই মূল লক্ষ্য।’
‘খেলোয়াড়দের ক্যাম্প শুরুর একমাসের মধ্যে ফিটনেসের উন্নতি করতে হবে। মূল মৌসুমের বাইরে আমাদের খেলোয়াড়দের ফিটনেস থাকে না। কোচ খেলোয়াড়দের কাছে ফিটনেস চাইছেন ওয়ার্ল্ডক্লাস। এজন্য যে যে জিনিস দরকার তার প্রায় অনেককিছুই ব্যবস্থা করেছি। বাকিগুলো ব্যবস্থা করার কাজ চলছে।’
এবছরের ২৮ নভেম্বর থেকে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত ভারতে চলবে বিশ্বকাপ।









