অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। ভারত না চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের তেমন কিছু করার নেই। তবে বাংলাদেশ আশা করছে তাকে ফেরত দেওয়া হবে।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, তা নিয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।
ডিজিএফআই বন্ধ করবে কি না সরকার, জানতে চাইলে তিনি বলেন, ‘ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশে আছে; এটা বন্ধ করা সহজ নয়। মানবাধিকার ইস্যুতে বিদেশি কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। র্যাব কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে এবং মানবাধিকার রক্ষায় সরকার শতভাগ চেষ্টা করছে।’
বিভিন্ন দেশে ভিসা-সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধান হবে না। শিক্ষার্থীদের ভিসা প্রদানের বিষয় সেসব দেশের অধীনে; দেশে নতুন কোনো মিশন খোলা সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন অনুমোদিত, কিন্তু আর্থিক কারণে তা হচ্ছে না।’
ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের সম্ভাবনার বিষয়ে আপাতত কোনো কিছু বলার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।









