ইংল্যান্ডের লিগে খেলায় আগেই তারকাখ্যাতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে বাংলাদেশে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন, তা অবিশ্বাস্য। লাল-সবুজ জার্সিতে খেলা নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন হামজা। বাংলাদেশের স্মৃতি তার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এও মিডফিল্ডার।
লেস্টারের অ্যাপে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তা নিয়ে কথা বলেছেন হামজা। ২৭ বর্ষী হামজা বলেছেন, ‘প্রথমবার যখন বাংলাদেশে যাই, তখন আমি আমার গ্রামে গিয়েছিলাম। সেটা একেবারেই গ্রামীণ জায়গা। আমার শৈশবের বড় একটা অংশজুড়ে ছিল সেই গ্রাম। ওখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ছেলেরা (সতীর্থরা) এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে না।’
ফুটবলে বাংলাদেশ ও ইংল্যান্ডের আকাশ-পাতাল পার্থক্য হলেও ভালোবাসা এবং আন্তরিকতায় এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া ভালোবাসার সঙ্গে তিনি অন্য কোনো কিছুর তুলনা করতে চান না, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’
‘মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে। তারা সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা খুবই ভালো অনুভূতি।’
আন্তর্জাতিক বিরতি শেষে হামজা বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার।









