অন্য সংস্করণে আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও টি-টুয়েন্টিতে প্রথমবার সেই স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে প্রথম দুটিতে জিতেছে টিম টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়, দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় পায় বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ ম্যাচে জিতে টাইগারদের সুযোগ হোম অব ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করার।
এই সিরিজেই ৯ বছর পর পাকিস্তানের সাথে টি-টুয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতায় এক ম্যাচ হাতে রেখে ২-০তে এগিয়ে লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচ জয়ে টানা দুই সিরিজ নিজেদের করে নেয়ার সাফল্য দেখিয়েছে লিটন দাসের দল, দুবছর পর এমন সাফল্য। সপ্তাহ আগে শ্রীলঙ্কা থেকে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ, ২-১ ব্যবধানে।
এর আগে টি-টুয়েন্টিতে মাত্র দুবার টানা একাধিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায়। ২০২২-২৩ মৌসুমে জেতে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।
সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে টিম টাইগার্স। ২৪ বারের মুখোমুখিতে জয়ের পাল্লা ভারী সফরকারীদের। কেবল পাঁচ জয় পেয়েছে লাল-সবুজ দল, এরমধ্যে চারটি জয় মিরপুরে।
লাল-সবুজরা শেষ দুটি জয় পেয়েছে চলতি সিরিজে। বাকি তিন জয়ের মধ্যে প্রথমটি ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপে।
পাকিস্তানের বিপক্ষে এ ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় ২০২৩ সালে, হাংঝোতে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই খেলেছিল দ্বিতীয় সারির দল নিয়ে।
বাংলাদেশে ৯টি টি-টুয়েন্টি খেলেছে পাকিস্তান। সফরকারীরা শেষবার হোয়াইটওয়াশ করে গিয়েছিল বাংলাদেশকে। ২০২১ সালে তিন ম্যাচের সিরিজে টাইগারদের ৩-০তে হারিয়েছিল পাকিস্তান।
ছোট সংস্করণে ভালো সময় যাচ্ছে না পাকিস্তানের। হারের বৃত্তে ঘুরছে দলটি। চলতি সিরিজের আগে নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। সাউথ আফ্রিকাতেও হেরে এসেছে ২-০ ব্যবধানে।
শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সফরকারীদের বিপক্ষে নামবে লিটনের দল।









