ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে মিডফিল্ডার শেখ মোরসালিনের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের দল। জয়ে ফুটবলারদের দুই কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ক্রীড়া উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই পোস্টে অর্থ পুরস্কারের বিষয়টি জানানো হয়।
আপলোড করা ভিডিওতে দেখা যায় ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে উল্লাসে মেতেছেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জানাতে সেখানে গিয়েছেন তিনি।
সবশেষ ২০০৩ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের আসরে বাংলাদেশ জিতেছিল। এবার ভারতের বিপক্ষে একই ভেন্যুতে জয় পেয়েছে। ২০০৩ সালে সাফের ওই ম্যাচে নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। যোগ করা সময়ের ৮ মিনিটে অর্থাৎ ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন মতিউর রহমান মুন্না। এবার মোরসালিনের গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।









