বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দল আগেই এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে চলা আসরের জন্য প্রস্তুতির পালা। যার অংশ হিসেবে আফঈদা খন্দকারের দল দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে। তার আগে সংবাদ সম্মেলনে কোচ পিটার জেমস বাটলার জানালেন, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সাথে ম্যাচ দরকার।
‘ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফ্রেন্ডলি ম্যাচ ২০২৫’এ থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হবে ২৪ অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচ হবে ২৭ অক্টোবর। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হবেন মেয়েরা।
পিটার বাটলার বললেন, ‘হার বা জয়ের মানসিকতা নয়, এ ধরনের ম্যাচ থেকে আমরা কী পেতে চাই, তা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। থাইল্যান্ড আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, আমরা এ মনোভাব নিয়ে সেখানে যাচ্ছি না।’
‘এখন আমরা চাই আন্তর্জাতিক সূচি। সেটা হতে পারে এশিয়ান কাপ, হতে পারে ইরানের সাথে খেলা। আমাদের এমন দলের সাথে খেলা দরকার যাদের র্যাঙ্কিং উপরের দিকে। আমার মতে সেগুলো মালয়েশিয়া, হংকং বা সিঙ্গাপুরও হতে পারে।’
বাংলাদেশ দল
রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান শিখা।









