শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ মেহেদী হাসান মিরাজের দলের। সে লক্ষ্যে টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
পাল্লেকেলেতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসের সময় জানান, একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও সম্প্রতি ভালো করতে পারছে না বাংলাদেশ। যার প্রভাব পড়েছিল র্যাঙ্কিংয়ে।
২০০৬ সালের পর প্রথমবার র্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। লঙ্কায় দ্বিতীয় ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে টিম টাইগার্স। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সামনের দেড় বছরে এখন সেটিই ওয়ানডের অধিনায়ক মিরাজের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।









