অনূর্ধ্ব-২৩ ছেলেদের এএফসি এশিয়ান কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভিয়েতনামের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে শেখ মোরসালিনের দল। প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের সুযোগ শেষ হয়ে যায়নি মনে করেন টিম ম্যানেজার শাহিন হোসেন।
বাংলাদেশ আজ অনুশীলন করেছে। এরপর বাফুফের ভিডিওবার্তায় টিম ম্যানেজার দলের সার্বিক খোঁজখবর জানিয়ে বলেন, ‘গতকাল আমরা দল হিসেবেও খেলতে পারি নাই, পরিকল্পনা অনুয়ায়ী খেলতে পারিনি। খেলোয়াড়েরা নিজেরাও সেটা বুঝতে পেরেছে। পরে আমি খেলোয়াড়দের সাথে বসেছি, তাদের সাথে আলোচনা করেছি। তারা নিজেদের বুঝতে পারছে আমাদের কোন কোন জায়াগায় ভুলটা ছিল।’
‘আমাদের ভুলের পরিমাণটা ছিল অনেক বেশি, যার কারণে আমরা ম্যাচটা পুনরুদ্ধার করতে পারিনি। ভুলগুলো শুধরাতে অনুশীলন চলছে, ওরাও বুঝতে পেরেছে। তবে আমাদের এখনও সুযোগ আছে, হাতে দুইটা ম্যাচও আছে, সেখান থেকে ছয়টা পয়েন্ট নিতে পারলে ইনশাআল্লাহ আমরা বাছাইপর্ব উৎরাতে পারবো।’
‘ফাহমিদুল এখন ইতালিতে লিগ খেলে এসেছে। গত তিন-চার দিন আগেও ও ম্যাচ খেলে এসেছে, জাতীয় দলেও সে খেলে গেছে। সে যেহেতু আসতেছে, গত ম্যাচে আমরা তাকে না পাওয়ার কারণ গত ১৮ ঘণ্টা ভ্রমণ করে এসেছে। সামনের ম্যাচে এ ইনশাআল্লাহ থাকবে।’
বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইয়েমেনের বিপক্ষে আগামী ৬ সেপ্টেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।









