দক্ষিণ স্পেনের কর্দোভা শহরের কাছে আদামুজে দ্রুতগামী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ১৯ জানুয়ারি এক শোক বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে স্পেনের মহামান্য রাষ্ট্রপতির প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন তিনি।
বার্তায় বলা হয়, সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানি এবং অনেক মানুষ আহত হওয়ার খবরে বাংলাদেশ গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে নিহতদের পরিবার ও স্পেনের জনগণের পাশে রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয় ও প্রার্থনা।
বার্তায় আরও উল্লেখ করা হয়, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মার মাগফিরাত দান করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। পাশাপাশি এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।
বার্তার শেষাংশে, স্পেনের মহামান্য রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।









