বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ইংলিশদের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, ঠিক এমনটাই বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কঠিন হল, সঙ্গে অল্প পুঁজি কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের মেয়েদের। বোলিংয়ে ঠিকই চেপে ধরেছিল ইংলিশ মেয়েদের। তবে কাজ হয়নি, হেদার নাইটের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে চার উইকেটের জয় তুলেছে ইংল্যান্ডের মেয়েরা।
গুয়াহাটিতে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। ১৭৯ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সোবহানা মোস্তারি ও রাবেয়া খাতুনের ব্যাটিং নৈপুণ্য ফিকে হয়ে গেল হেদার নাইটের ম্যাচ জয়ী ইনিংসে।
বোলিংয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভার ছিল বাংলাদেশের মেয়েদের। সপ্তম ওভারে আরেক ওপেনার ট্যামি বেমন্টকেরও উইকেট তুলে নেন মারুফা। দশম ওভারের শেষ বলে ইংলিশ ওপেনার এমি জোনসকে সাজঘরে ফেরান মারুফা আক্তার।
টপ অর্ডারে খেলতে নেমে একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নাইট। ইংলিশ এ ব্যাটার ১১১ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংম খেলেন। ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংলিশদের ম্যাচের হাল ধরেন নাইট ও চার্লি ডিন।
নাইট ও ডিন সপ্তম উইকেট জুটিতে খেলেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। ৫৬ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন ডিন। ন্যাটসিভার ব্র্যান্ট খেলেন ৩২ রানের ইনিংস। এছাড়া অ্যালিস ক্যাপসির থেকে আসে ২০ রান।
ফাহিমা খাতুন একাই নেন তিন উইকেট। পেসার মারুফা আক্তার প্রথমেই তুলে নেন ২ উইকেট। সানজিদা আক্তার মেঘলা নেন আরও একটি উইকেট।
এর আগে টসে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। ৪৯.৪ ওভারে অলআউট হয়ে যায় টিম টাইগ্রেস। ব্যাটে শুরুটা ভালো করে ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রুবি হায়দার ৪ রানে ফেরেন। ওপেনার শারমিন সুলতানা ফেরেন ৫২ বলে ৩০ রানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খুলতে পারেননি রানের খাতা।
১০৮ বলে সর্বোচ্চ ৬০ রান করেন মোস্তারি। তার ব্যাটিংয়ের সময় অপরপ্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। অর্ধশতকের দেখা না পেলেও রাবেয়া খান খেলেছেন অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংস। ২৭ বলে ৬ চার ও এক ছক্কায় সাজানো ইনিংস তার।
ইংলিশদের হয়ে সোফি ৪৮ রানে নেন ৩ উইকেট। লেন্সি স্মিথ, চার্লি ডিন ও অ্যালাইস ক্যাপসি নেন ২টি করে উইকেট।









